রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে (রসিক) মৃত মনে করে প্রতীকী গায়েবানা জানাজা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় গতকাল দুপুরে নগরীর সাতমাথা রেলক্রসিং এলাকায় ভাঙাচোরা-জলাবদ্ধ সড়কে সিটি করপোরেশনের প্রতীকী লাশ খাটিয়ায় রেখে গায়েবানা জানাজা হয়। মাদরাসাশিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে এতে অংশ নেন ভুক্তভোগীরা। এরপর প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাইম, সাকিব হোসেন, তানবীর ইসলাম প্রমুখ। এ সময় ভুক্তভোগীরা বলেন, লালমনিরহাট, কুড়িগ্রামের সঙ্গে রংপুরের যোগাযোগের অন্যতম রুট সাতমাথা-জাহাজ কোম্পানি। এ সড়কের পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। প্রতিদিনই মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন এ সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে। চলতি বর্ষায় জলাবদ্ধতার কারণে এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়েছে। ফলে লালমনিরহাট, কুড়িগ্রামসহ নগরীর বিভিন্ন এলাকার রোগী ও গর্ভবতী নারীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। তারা আরও বলেন, সড়ক সংস্কারের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে একাধিকবার বলা হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। যেহেতু মৃত ব্যক্তি কোনো কাজ করতে পারে না, তাই আমরা ভেবে নিয়েছি সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সিটি করপোরেশন কর্তৃপক্ষের গায়েবানা জানাজার নামাজ পড়া হলো। এরপরও যদি তারা এ সড়কটি সংস্কারের উদ্যোগ না নেয়, তাহলে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।