অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক বিজয়ী নারী হকি দলের সদস্য তাশফিয়া জান্নাত তিশাকে নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার অরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সুমন আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও হকি দলের সদস্য তিশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিশার বাড়ি নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকায়। তিশা নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ার সময় ২০২২ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চান্স পায়। এখন বিকেএসপিতে দশম শ্রেণিতে পড়ছেন।
তিনি বলেন, শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু একটিবারও ভাবিনি ছেড়ে দেব। আমার ইচ্ছা আমি যেন একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারি। আমি চাই, দেশের নাম আরও বড় করে তুলতে। চাই আমার জেলা নওগাঁর নাম যেন সবাই জানে। এই জেলার মেয়েরা পারে, স্বপ্ন দেখে, আর সেটি পূরণ করতেও জানে।
নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, তিশার মতো খেলোয়াড়রা আমাদের ভবিষ্যতের পথ দেখায়। আমরা চাই ওর মতো আরো অনেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করুক। জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা সবসময় তাদের পাশে থাকবে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, তিশা বাংলাদেশের সম্পদ। হকি কিছুটা হারিয়ে যাচ্ছিল। এখন আবার প্রাণ ফিরে পাচ্ছে। তিশাদের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছি।
বিডি প্রতিদিন/কেএ