তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকস্তানকে একেবারে উড়িয়ে দিয়েছে টাইগাররা। রবিবার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। আগে ব্যাট করতে নেমে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান করে লিটনবাহিনী।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা ব্যাটিং ব্যর্থতার কথাই তুলে ধরেন। তার মতে, দল শুরু থেকেই উইকেট হারিয়েছে, ফলে বড় সংগ্রহ গড়ার সুযোগ হয়নি। তিনি বলেন,‘আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। উইকেট হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করব এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’
তবে বোলারদের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। পাক অধিনায়ক বলেছেন,‘তারা (আমাদের বোলাররা) ভালো বোলিং করেছে। খুব বেশি সময় বা মার্জিন ছিল না আমাদের। পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতে হবে। এভাবেই টি-টোয়েন্টি খেলা হয়। মাঝেমধ্যে এমন ম্যাচ আসে। আমাদের খেলাতেই মনোযোগ ধরে রাখছি আমরা। জেতা, হারা অন্য ব্যাপার।’
এদিন টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান শুরু থেকেই চাপের মুখে পড়ে। একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলের পক্ষে একমাত্র লড়াই চালান ফখর জামান। ৩৬ বল খেলে ৪৪ রান করে তিনিই ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ সরান সংগ্রাহক। বাংলাদেশের বোলাররা দলগতভাবে দারুণ পারফর্ম করে। নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করে পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেয়নি তারা।
১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গেই করে বাংলাদেশ। ইনিংসের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পারভেজ ইমন। ৩৯ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়ের মার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/নাজিম