প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার এইচএসসির পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার মধ্যে ছিল পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথ পত্র। আগামী ১২ আগস্ট সকাল ১০টায় স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত বিষয়গুলোর পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।