জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে তৈরি করা খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, যুবদল নেতা সানী মিয়া, রফিকুল ইসলাম, রুবিনা বেগম, পাংখা আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিলাখিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নিজেদের পছন্দের লোককে তালিকায় এনেছে। যারা চেয়ারম্যান ও মেম্বারদের চাহিদামতো টাকা দিতে পেরেছে শুধু তাদেরই এসব তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শুধু খাদ্যবান্ধব কর্মসূচিই নয়, ভিডব্লিউবি কর্মসূচিতেও আর্থিক অনিয়ম করা হয়েছে। তাই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রস্তুত করা খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা বাতিল করে নতুন করে অসহায়, দুস্থ ও চাহিদাসম্পন্ন পরিবারকে অন্তর্ভুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিডি প্রতিদিন/এমআই