যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের দেখা পান লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে ছন্দপতন ঘটেছিল তার। বৃহস্পতিবার সিনসিনাতির বিপক্ষে গোলের দেখা পাননি তিনি। মায়ামিও হেরে যায় সে ম্যাচ। এর আগের পাঁচ ম্যাচে টানা দুটি করে গোল করে রেকর্ড গড়েন আর্জেন্টাইন এ জাদুকর। এক ম্যাচ বিরতি দিয়ে আবারও দেখা গেল মেসি ম্যাজিক। জয়ে ফিরল মেসিরা। মেজর লিগ সকারে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার জোড়া গোলে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের এ জয়ে দুটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। এদিন জোড়া গোল পেয়েছেন মেসির সতীর্থ তেলাসকো সেগোভিয়া। ম্যাচে জোড়া গোল করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। পেনাল্টিহীন গোলের ক্ষেত্রে এ কীর্তি গড়েছেন আর্জেন্টাইন সুপার স্টার। তাতে আটবারের ব্যালন ডি’অর জয়ীর পেনাল্টিহীন গোল দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ ম্যাচে ৭৬৪। যেখানে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ১ হাজার ২৮১ ম্যাচে গোল ৭৬৩টি। তার চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কাতার বিশ্বকাপজয়ী এ জাদুকর। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা মেসির এটি সাত ম্যাচে ষষ্ঠ জোড়া গোলের নজির। তাতে মেজর লিগ সকারে গোলের তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।
এ মৌসুমে লিগে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি। সমান ১৮ গোল আছে ন্যাশভিলের ফরোয়ার্ড স্যাম সারিজেরও। লিগে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচ নম্বরে মায়ামি। তিন ম্যাচ বেশি খেলে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাতি।