আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠতে পারেন রোভম্যান পাওয়েল। আর মাত্র ২৫ রান করলেই তিনি টপকে যাবেন কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে। আজ কিংসটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ প্রথমটি খেলতে নামবে ক্যারিবীয়রা। এ ম্যাচেই গেইলকে পেছনে ফেলে পাওয়েল হতে পারেন ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বোচ্চ টি-২০ রান সংগ্রাহক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯৫ টি-২০ ম্যাচে ১৮৭৫ রান করেছেন তিনি। ১টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরিতে পাওয়েলের গড় ২৬.৪০ এবং স্ট্রাইক রেট ১৪২-এর বেশি। আর ক্রিসগেইল ৭৯ ম্যাচে ১৮৯৯ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবস্থান করছেন। ওয়েস্ট ইন্ডিজের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের ইতিহাসে শীর্ষ রান সংগ্রাহক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নিকোলাস পুরান। তিনি ১০৬ ম্যাচে ২২৭৫ রান সংগ্রহ করেছেন।