বগুড়া জেলা পরিষদের অর্থায়নে মাসব্যাপী যানবাহন চালনা (ড্রাইভিং) ও পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) শহরের তিনমাথা যুব ভবনের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘যুব সমাজ দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের চালিকাশক্তি। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুললে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।’
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুব সমাজ। এই তরুণদের মূল ধারায় ফিরিয়ে এনে জাতি গঠনে সম্পৃক্ত করতে যুব উন্নয়ন অধিদপ্তর যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রকল্প গ্রহণকারীদের মাঝে ঋণ প্রদানসহ নানাবিধ সহযোগিতা করা হয়। দেশের উন্নয়নে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তাসওয়ার তানজামুল হক।
প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন মেহেদি হাসান, মো. ফয়সাল হোসেন ও সুইটি সরকার মিষ্টি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ