পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন কেন তিনি বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ মাত্র ৬ রান খরচায় ৪ ওভারে ২ উইকেট নিয়ে গড়েছেন দেশের সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের নতুন রেকর্ড।
এটি বাংলাদেশের কোনো বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান খরচের রেকর্ড। এর আগের রেকর্ডটিও মুস্তাফিজের দখলে ছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে তিনি ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রানে নিয়েছিলেন ৩ উইকেট।
ওই ম্যাচে আরও ভালো বোলিং করেন তানজিম হাসান সাকিব, তিনি ৪ ওভারে ২ মেডেনসহ ৭ রানে ৪ উইকেট নেন। একই বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে রিশাদ হোসেন ৭ রানে ১ উইকেট নেন।
টি-টোয়েন্টিতে ১০ রানের কম খরচে ৪ ওভার বোলিং করার রেকর্ড এখন মুস্তাফিজের রয়েছে চারবার। এই রেকর্ড আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের আর কোনো বোলারের নেই। সাকিব আল হাসান, ভুবনেশ্বর কুমার ও ইমাদ ওয়াসিমের রয়েছে তিনবার করে।
বিডি প্রতিদিন/মুসা