ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (¯œাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে ৯৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তিন বছর মেয়াদি এ পরীক্ষায় মোট ১ লাখ ১৭ হাজার ২৯৫ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ লাখ ৯ হজার ৮২৮ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় পাসের হার প্রথম বর্ষে ৯০ দশমিক ৪৮ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৬ দশমিক ৫৫ শতাংশ পাস করে। মেধাতালিকায় প্রথম বর্ষে পিরোজপুরের ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসা। এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষে চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পৃথকভাবে প্রথম স্থান অর্জন করেছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
গত ১৪ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।