পুরান ঢাকার আজিমপুর থেকে বেনজির আহমেদ রোজ (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুন্সী আবদুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বুধবার রাত দেড়টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঢামেকে রোজের মামা ফেরদৌস আলম সায়েম বলেন, আমার ভাগ্নির ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। এর মধ্যে গত মাসে সে নিজের পছন্দে বিয়ে করে। পারিবারিক কলহের জেরে তিন দিন আগে সে নিজের বাড়িতে ফিরে আসে। রাতে কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে। গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে সে। পরে বিষয়টি আমরা জানতে পেরে পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
লালবাগ থানার এসআই নাজমুল হোসাইন বলেন, আমরা খবর পেয়ে একটি বাড়ির সাত তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ওই কলেজশিক্ষার্থীকে উদ্ধার করি। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি- ওই শিক্ষার্থী এক মাস আগে নিজের পছন্দে এক ছেলেকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তাই সে কয়েকদিন আগে নিজেদের আজিমপুরের মায়ের বাসায় চলে আসে।