ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ইতিহাসের নিকৃষ্ট দল আওয়ামী লীগের বিচারের আগে যারাই পুনর্বাসন চাইবে তাদেরই প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। গতকাল রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলনের এ যুগ্মমহাসচিব বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না। ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মুস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন প্রমুখ।মুফতি আরমান হোসাইন, শরিফুল ইসলাম, মুফতি আবদুল কুদ্দুস রশিদী, আলহাজ আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, ডা. জুবায়ের, মাসুম বিল্লাহ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।