রাজধানীর ধানমন্ডি ও কলাবাগান থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ধানমন্ডির জিগাতলায় গলায় ফাঁস নেওয়া অবস্থায় আকাশ সরদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করা হয়। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। লাশ দুটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
জানা গেছে, দুপুরে অচেতন অবস্থায় আকাশকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন। তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। এক বছর আগে তিনি বিয়ে করেন। বিয়ের এক মাস পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিগাতলার মিতালী রোড অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি বাসায় সাবলেট থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়।
এদিকে কলাবাগান থানার এসআই নন্দন কুমার দাস জানান, খবর পেয়ে কলাবাগানে ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা নামে ওই আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আর্থিক অনটনে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। রাতে ঘুমাতে পারতেন না। এক সপ্তাহ ধরে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয় রামপুরা গ্রামে। তিনি ওই এলাকার মৃত লিডিং স্টোন রেমার ছেলে।