রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবিতে) শুরু হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি প্রদর্শনী। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। প্রদর্শনীতে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ ৩৩টি দেশের ১ হাজার ৬০০টি স্টল এবং ১ হাজার ১০০-এর অধিক ব্র্যান্ড, টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করছে। গতকাল আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী ২০২৫ প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত ছিলেন বিটিএমএ সভাপতি শওকত আজীজ রাসেল, এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেডের ওভারসিজ অপারেশনের পরিচালক আকাই লিন প্রমুখ। বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এলডিসি থেকে উত্তরণের পর বিশেষ বাজার সুবিধা আর থাকবে না। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে যে কোনোভাবে খরচ কমাতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে।
এফবিসিসিআই প্রশাসক বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রযুক্তির ব্যবহার পরিবেশ সহায়ক হবে এবং উৎপাদন বাড়াতে হবে।
শওকত আজীজ রাসেল বলেন, আমরা দেশের টেক্সটাইল শিল্পে প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। আরও বেশি বিনিয়োগ করতে চাই। অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করতে চাই না। গ্যাস ও বিদ্যুতের দাম কেমন হবে সেসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতে হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড হংকংয়ের যৌথ আয়োজনে ২০০৪ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করা হচ্ছে। আয়োজকরা জানান, মেলায় টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ প্রদর্শন করা হচ্ছে। টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার থাকছে। থাকছে ২১ ও ২২ ফেব্রুয়ারি ডিটিজি ফ্যাশন শো।