বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে বহাল হয়েছেন বিলকিস জাহান শিরীন। শনিবার বিকালে তাকে এ পদে বহাল রাখার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
এর আগে কোন কারণ উল্লেখ না করে ২০২৪ সালের ১১ আগস্ট বিলকিস জাহান শিরীনের সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সদস্য পদ স্থগিত রাখা হয়। দীর্ঘ দেড় বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটি তার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এতে বিএনপি এ নেত্রীসহ তার অনুসারীদের মধ্যে খুশির বন্যা বইছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীনের দলীয় পদ স্থগিত করা হয়েছিল। আজ শনিবার ২২ নভেম্বর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল থাকবেন।
এ বিষয়ে বিলকিস জাহান শিরীন বলেন, আমার পদ স্থগিতাদেশ ও প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে কোন কারণ উল্লেখ নেই। কারণ আমি কোন অন্যায় করেনি। বিশেষ কোন পরিস্থিতির কারণে হয়তো দল সিদ্বান্ত নিয়েছিল। আমার বিশ্বাস ছিল দলের প্রতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমার আনুগত্য ও নেতাকর্মীদের ভালোবাসায় আমি ফিরে আসবো। দল আমাকে সঠিক সময় মূল্যায়ন করে সম্মান ফিরিয়ে দিয়েছে। এজন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া ও দলের চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও দলের তৃণমূল নেতাকর্মীদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা সব সময় আমার পাশে থেকে সাহস দিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত