রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মেডিবাংলা হাসপাতালের পাশের গলি থেকে শুক্রবার হিমু ওরফে কালু (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোর কালুকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতসহ একাধিক রক্তাক্ত জখম রয়েছে।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার ভোরে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে দক্ষিণ যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ড মেডিবাংলা হাসপাতালের পাশের গলি থেকে ওই কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতসহ বেশ কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, ছেলেটি তেমন কিছুই করে না। তার মা রেখা বেগম দোকান করে। ছেলেটা মাদক সেবন করতো। আগে তারা এই এলাকায় থাকত। বর্তমানে মীর হাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে ছিলো। নিহতের স্বজনদের বরাদ দিয়ে তিনি জানান, ছেলেটিকে রিহাবে রাখা হয়েছিল।
তবে কে বা কারা কিশোর কালুকে হত্যা করেছে, সে ব্যাপারে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কেউ কিছু জানাতে পারেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। নিহত কিশোর কালুদের আদি বাড়ি গেন্ডারিয়ার বেগমগঞ্জ লেন। তার বাবার নাম মো. মিন্টু মিয়া।
বিডি প্রতিদিন/এএম