রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৬৪১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত বুধবার (২০ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
এছাড়া ৪৩১টি গাড়ি ডাম্পিং এবং ১২৫টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন