রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বজেশ্বর পাল (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কোতোয়ালি থানার রায়সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২০ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী রায়সাহেব বাজার এলাকায় ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে।
রিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাইকারী বজেশ্বর পালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বজেশ্বর পালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ