খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মীর হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৯৫) ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার সময় তারা দুইজনই বাড়িতে ছিলেন। আমরা তদন্ত শুরু করেছি এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে।’
বিডি প্রতিদিন/জামশেদ