বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ডিপিডিসি-ডেসকো উইংয়ের ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর কাউন্সিল হলে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রায় দেড় শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ পানি ও বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়ন, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নতুন কমিটিতে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিন সহ-সভাপতি এবং ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সায়েদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দিন এবং প্রচার সম্পাদক হয়েছেন ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আফিকুর রহমান।
সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো. আব্দুল মজিদ (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিডিসি), মো. রুহুল আমিন ফকির (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিডিসি), এস এম শাহ সুলতান (নির্বাহী প্রকৌশলী, ডেসকো), মো. গোলাম ফারুক (নির্বাহী প্রকৌশলী, ডেসকো)
তবে সভাপতির নাম এখনো ঘোষণা করা হয়নি। সভায় জানানো হয়, দু-এক দিনের মধ্যে সভাপতির নাম প্রকাশ করা হবে।
ডিপিডিসি ইউনিটের নির্বাচিত কমিটি- চেয়ারম্যান: মো. আনিছুর রহমান (নির্বাহী প্রকৌশলী), ভাইস চেয়ারম্যান: মো. আহসান-উল ইসলাম সরকার ও মো. গোলাম মোর্শেদ (উভয়ই নির্বাহী প্রকৌশলী), সম্পাদক: মো. সাজ্জাদুল হক ফারুকী (নির্বাহী প্রকৌশলী), সহ-সম্পাদক: মো. মিজানুর রহমান (নির্বাহী প্রকৌশলী), কোষাধ্যক্ষ: মো. জাহাঙ্গীর আলম (ম্যানেজার), সাংগঠনিক সম্পাদক: মো. শাহাজাহান (ডেপুটি ম্যানেজার), তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মোহাম্মদ মুশফিকুর রহমান (সহকারী প্রকৌশলী)।
ডিপিডিসি ইউনিটের সাধারণ সদস্যরা- মো. মহিউল আলম (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), মো. হানিফ উদ্দিন (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), মোহাম্মদ রাখিবুল হাসান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডিপিডিসির প্রধান প্রকৌশলী (ডেভেলপমেন্ট) মো. তারিকুল হক। সহকারী হিসেবে ছিলেন প্রধান প্রকৌশলী মশিয়ার রহমান জোয়ার্দার এবং মো. কামাল হোসেন।
বিডি প্রতিদিন/মুসা