মাগুরা শালিখা উপজেলার ছোট থৈ পাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃহস্পতিবার সকালে রজত কুমার বিশ্বাস (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার জানান, সকাল সাতটার দিকে রজত কুমার বিশ্বাস পার্শ্ববর্তী বিল থেকে মাছ মেরে বাড়ি ফেরার পথে কালিবাড়ি বাজার এলাকায় একটি মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ থেকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএ