বাংলাদেশ ফুডবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউায়াল বলেছেন, এ স্টেডিয়াম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই বরাদ্দ পেয়েছিল। আমরা এ স্টেডিয়ামটির উন্নয়নের জন্য কাজ করবো।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে শাখা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সভাপতি আরও বলেন, গর্বের সাথেই বলছি স্পোর্টসে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে; তারা এরকম একটি স্টেডিয়াম পেয়েছে। এর বাইরে আরও কিছু মিনি স্টেডিয়াম করা যায় কি না- সেটিও আমরা বিবেচনায় রাখবো। বেগম জিয়ার স্বপ্ন ছিল, নারীদের শিক্ষা নিশ্চিত করা। নারীদের পিছিয়ে রাখা যাবে না। তাদের দমিয়ে রাখা যাবে না। এটাই জাতীয়তাবাদী ছাত্রদলের মিশন ও ভিশন।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নারীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এতে ছাত্রী ৬ হলের ৮১ জন অংশ নেয়। বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ খেলা শুরু হয়। এই স্টেডিয়ামের পূর্ব নাম শেখ কামাল স্টেডিয়াম ছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম নামকরণ করা হয়।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বেগম জিয়া নারী অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি শিক্ষা ও সাংস্কৃতিকসহ বিভিন্ন দিকে নারীদের অগ্রগতি নিশ্চিত করেছেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই আবাসিক হলের নারী শিক্ষার্থীদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুলের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পর্ষদ ও শিক্ষকসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত