ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর বিকেলে উপজেলা সদরের মিনা ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মোরশেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ।
বক্তারা বলেন, নতুন কার্যালয় ফটিকছড়িতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে আরও এগিয়ে নেবে। গণমানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে সাংবাদিকরা আরও দক্ষ, সাহসী ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। শেষে কেক কেটে প্রেস ক্লাবের নবযাত্রা উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন ও অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক