চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাশেদুল ইসলাম নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
বৃহস্পতিবার সকালে উপজেলার রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাশেদুল অটোরিকশায় ছিলেন। রাঙামাটি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। অটোরিকশাটির আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ