চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে ভবনটি ঢলে পড়ে। পাঁচ বছর আগে ভূমিকম্পে কিছুটা হেলে পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশের সদস্যরা ভবনটি পরিদর্শন করেছে।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ভূমিকম্পের পর ভবনটি আরও একটু হেলে পড়েছে। বিষয়টি দেখার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। এ বিষয়ে তাদের জানানো হয়েছে।
জানা গেছে, মনসুরাবাদ এলাকার স্টার ভবনটি ৫ বছর আগে এক ভূমিকম্পে কিছুটা হেলে পড়ে। শুক্রবার ভূমিকম্পে তা পাশের একটি ভবনের দিকে হেলে পড়েছে।
পাশের ভবনের মালিক বলেন, প্রায় পাঁচ বছর আগে ভবনটি কিছুটা হেলে পড়েছিল। তখন সরকারি সংস্থাগুলোকে ডাকা হয়েছিল। সিডিএ বলেছিল, ওপরের দুই তলা ভেঙে ফেলতে, কিন্তু তা হয়নি।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, ভবনটিকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম