সিলেটে ঘর থেকে তুলে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার রাতে কানাইঘাটের লালরচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর আহমদ (৩০) কানাইঘাট উপজেলার লালরচক গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ১৯ জানুয়ারি কানাইঘাট উপজেলার এক তরুণীকে ঘর থেকে তুলে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার রাতে লালরচক এলাকা থেকে প্রধান আসামি নুর আহমদকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, নুর আহমদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম