রাজধানীর খিলগাঁওয়ে নাফিজ (৩০) নামে এক যুবককে গুলি করে টাকা, মোবাইল ও মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার রাত আড়াইটায় নন্দীপাড়া তিতাস রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবককে গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ নাফিজের বাবা আবু বক্কার সিদ্দিক বলেন, নাফিজ যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেলে বাসায় আসার পথে নন্দীপাড়া এলাকায় তিন যুবক তার গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আমার ছেলেকে বাঁ পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়।