বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ রাশেদ হোসেন রুবেল (২৬) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১১ অক্টোবর) রাতে দুপচাঁচিয়ার আলতাফনগর বাজার থেকে রাশেদ হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা যায়, উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া বাজার এলাকায় বাড়ির সামনে থেকে পার্টস ব্যবসায়ী ফরিদুল ইসলামের একটি মোটরসাইকেল চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার থেকে রাশেদ হোসেন নামের এক চোরকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে থাকা চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ ১২ মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ