বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় সিলেটের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তোয়াজিদুল হক তুহিন (৪৫) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তোয়াজিদুল হক তুহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার একাধিক মামলা ছিল।
বিডি প্রতিদিন/এমআই