জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সাতটি রাজনৈতিক দল। গতকাল পৃথক পৃথক সময় দলগুলো স্মারকলিপি দেয়। কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এ স্মারকলিপি দেওয়া হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
এদিকে, একই দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৪ ও ১৫ অক্টোবর দুই দিনের মানববন্ধনের কর্মসূচি দিয়েছে। গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানান।
ঢাকা জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার ও স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনসহ ঢাকা জেলা ও মহানগরের নেতারা।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণের জামায়েত ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, কোনো একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক পরিচয় দেশবাসী জানেন। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নে গণভোট আয়োজনের দাবি জানায় দলটি। নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। কোনো রাজনৈতিক দলের চাপ জনগণ মেনে নেবে না। স্মারকলিপিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চেয়েছে। জাগপার স্মারকলিপিতে বলা হয়, দেশের মানুষ সংস্কার, বিচার ও গণতন্ত্র চায়। একই সঙ্গে ভবিষ্যতে স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, দুঃশাসন, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চায়। খেলাফত মজলিশ স্মারকলিপিতে উল্লেখ করে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ফলে জনগণ আশাহত হচ্ছে। দাবিগুলোর পক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহম্মদ আলি কাসেমী। এদিকে, পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী দলগুলো। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।
সিলেট : সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা। পরে দলটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলার সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।
নাটোর : জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে দেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জামায়াত নেতারা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির আবদুল আলিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুখলেসুর রহমান প্রমুখ।
বগুড়া: পাঁচ দফা দাবিতে বগুড়ায় গণমিছিল করেছে জামায়াত। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী প্রমুখ।
বান্দরবান : সকালে একটি মিছিল বের করে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে ৫ দফা দাবিনামা তুলে ধরা হয়। পরে বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। বান্দরবান জেলা জামায়াতের আমির আবদুচ ছালাম আজাদ, নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল আউয়ালসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। গাজীপুর : শিববাড়ি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জামায়াত নেতারা জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরবার স্মারকলিপি দিয়েছেন। এর আগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের এমপি প্রার্থী মো. খায়রুল হাসান, গাজীপুর-২ (সদর) আসনের এমপি প্রার্থী মোহাম্মদ হোসেন আলী, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি প্রার্থী মো. সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের এমপি প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর-৬ (টঙ্গী) আসনের প্রার্থী অধ্যাপক ড. হাফিজুর রহমান প্রমুখ।
এ ছাড়া লক্ষ্মীপুর, মাগুরা, মেহেরপুর, নড়াইল, নারায়ণগঞ্জ, রাজশাহী, বাগেরহাট ও গাইবান্ধায় এ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।