নিবন্ধনপ্রত্যাশী ১০ নতুন রাজনৈতিক দলের ব্যাপারে অধিকতর তদন্তে অঞ্চলভিত্তিক ১০টি কমিটি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির জনবল ব্যবস্থাপনা শাখার চিঠিতে এ তথ্য জানানো হয়। তিন সদস্যবিশিষ্ট কমিটিতে রাখা হয়েছে ৩০ জন কর্মকর্তা। ইসি জানিয়েছে, তদন্তে কোনো গরমিল না পেলে দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে। সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীরের সই করা চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনে দেওয়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কিছু কিছু ক্ষেত্রে অপূর্ণতা, যথাযথ মন্তব্যে ঘাটতি পায়। তাই যাচাই কমিটির সুপারিশে ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়। দলগুলো হলো-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘তদন্ত কার্যক্রমে সবকিছু ইতিবাচক থাকলে দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।
দাবি-আপত্তি এলে শুনানি করে নিষ্পত্তি করা হবে। আর না থাকলে নিবন্ধন সনদ দেওয়া হবে।’