গাজা যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সোমবার মিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের শান্তি সম্মেলন। এতে অংশগ্রহণের জন্য ইরানকেও আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনটি সোমবার মিসরের রেড সি উপকূলীয় শহর শার্ম আল-শেখে অনুষ্ঠিত হবে। এর সহ-সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
মিসরের প্রেসিডেন্সি জানিয়েছে, সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। গাজা যুদ্ধবিরতির পর আঞ্চলিক স্থিতিশীলতার একটি কাঠামো গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য। সূত্র: মেহের নিউজ, ইরান ইন্টারন্যাশনাল
বিডি প্রতিদিন/একেএ