শেরপুরের সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে মৃগী নদীর পাড়ে একটি বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর গ্রামে নদীর পাড়ে একটি বাড়িতে ওই নারীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত নারী মৃত ফরিদ পাগলার স্ত্রী। ফরিদ পাগলা বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। বছর তিনেক আগে তিনি মারা যান। প্রায় সাত-আট বছর আগে ফরিদ এক মাজার থেকে ওই নারীকে নিয়ে এসে স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। তিনিও ফরিদের সঙ্গে বিভিন্ন মাজারে যাতায়াত করতেন। তবে তার নাম, বিস্তারিত পরিচয় ও বাড়ি সম্পর্কে স্থানীয়দের কোনো সঠিক তথ্য জানা নেই।
ঘটনার পর শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা সাংবাদিকদের জানান, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
বিডি প্রতিদিন/জামশেদ