বিশ্বকাপ বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডস ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ফিনল্যান্ডকে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ফিনল্যান্ড পুরো ম্যাচে ডাচদের সামনের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই জয়ে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইয়ে আরও এক ধাপ এগিয়েছে নেদারল্যান্ডস।
ম্যাচে ৬৯ শতাংশ বল দখল রেখে ফিনল্যান্ডের তুলনায় আক্রমণে অনেক এগিয়ে ছিল নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল করার মধ্য দিয়ে স্বাগতিকরা জয়ী হওয়ার পথে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে একটি গোল যোগ করে জয় নিশ্চিত করে তারা।
অষ্টম মিনিটে মালানের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ১৭ মিনিটে ফন ডাইক গোল করে ব্যবধান বাড়ায় এবং ৩৮ মিনিটে মেম্ফিস দিপাই তৃতীয় গোলটি করেন।
বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় ডাচরা। ৮৪ মিনিটে গাকপো ফিনল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত চার নম্বর গোল করেন।
‘জি’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, দ্বিতীয় স্থানে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পোল্যান্ড।
বিডি প্রতিদিন/মুসা