খুলনার দীঘলিয়ায় তিন দিন নিখোঁজ থাকার পর মো. জিসান (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার দেয়াড়া খেয়াঘাট-সংলগ্ন থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক একই এলাকার ফয়সাল (২৬) নামে এক যুবকের বাড়িতে গতকাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
পুলিশ জানায়, নিহত জিসানের বাবা আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত মণ্ডল জুট টেক্সটাইল মিলে চাকরি করেন। গত ৯ অক্টোবর বিকাল থেকে জিসান নিখোঁজ ছিল। তার কোনো খোঁজ না পেয়ে আলমগীর হোসেন সে দিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দিঘলিয়া থানা পুলিশের উপপরিদর্শক লিটন কুমার মন্ডল বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জিসান নিখোঁজের সঙ্গে ফয়সালের সম্পৃক্ততা পাওয়া যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে।
এরপর হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো ক্ষত-বিক্ষত অবস্থায় জিসানের লাশ উদ্ধার করা হয়। পরে জিসানের বাবার করা মামলায় পুলিশ ফয়সালের বাবা-মাকেও গ্রেপ্তার করেছে।