লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০০টি যানবাহন ধ্বংস হয়েছে। এসব ঘটনায় এক সিরীয় নাগরিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান থেকে শনিবার ভোরে অন্তত ১০টিরও বেশি ইয়ার্ডে আঘাত হানা হয়, যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত বিভিন্ন যানবাহন রাখা ছিল। হামলায় বুলডোজার, এক্সকাভেটরসহ প্রায় ৩০০টি ভারী যান এবং ১০০টিরও বেশি ছোট ববক্যাট ইউটিলিটি যানবাহন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর মালিকানাধীন ওই স্থাপনাগুলোই ছিল তাদের হামলার লক্ষ্য। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের ‘সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের’ কাজে এই ভারী যন্ত্রপাতি ব্যবহার করছিল বলে দাবি ইসরায়েল সেনাবাহিনীর।
এদিকে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, আরও একবার দক্ষিণ লেবানন ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হলো, কোনও ধরনের যৌক্তিক কারণ বা অজুহাত ছাড়াই। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরপরই এই হামলা হওয়ায় ঘটনাটির গুরুত্ব আরও বেশি বলেন জোসেফ আউন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আল-মসাইলে এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত ১০টি অভিযান চালায়, যা মূলত বুলডোজার ও এক্সকাভেটর সংরক্ষণাগারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সেই সব স্থাপনা, যেখানে ‘সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি’ রাখা হয়েছিল। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ