বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জামায়াত একদিকে পিআর পিআর বলে আন্দোলন করছে, আরেকদিকে ৩০০ আসনে প্রার্থী দিয়ে মানুষকে বিভ্রান্তি করে ভোট চাচ্ছে। মূলত জামায়াত নির্বাচন যাতে না হয় এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জামায়াতের চক্রান্তের কথাগুলো বিএনপির কর্মীদের মানুষের কাছে গিয়ে বলতে হবে। গতকাল দুপুরে শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ-২ আসনের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছে। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামায়াত আলবদর-আল শামস গঠন করে মানুষকে হত্যা করেছে। তারা এখনো দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। উল্টো মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথা বলছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ডাকে মানুষ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আর সেই মুক্তিযুদ্ধকে অপমান করা জিয়ার সৈনিকরা কখনো মেনে নেবে না। সুতরাং এবার যুদ্ধ হবে বিএনপির সঙ্গে মুক্তিযোদ্ধাবিরোধীদের।