মাদাগাসকারে আবারও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা বলেছেন, অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা চলছে। শনিবার রাজধানী আন্টানানারিভোতে কিছু সেনা সদস্য বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে রাজোয়েলিনা জানান, গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থীভাবে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। তিনি জাতির সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান।
অন্যদিকে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট সিএপিএসএটি দাবি করেছে যে তারা এখন সমগ্র সশস্ত্র বাহিনীর নেতৃত্ব নিয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনীসহ সব তাদের নিয়ন্ত্রণে। একই ইউনিট ২০০৯ সালের রাজনৈতিক অস্থিরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এদের মাধ্যমেই রাজোয়েলিনা ক্ষমতায় এসেছিলেন।
সিএপিএসএটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তারা নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল ডেমোস্থেন পিকুলাসকে নিয়োগ দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মানান্তসোয়া দেরামাসিনজাকা রাকোটোআরিভেলো এই নিয়োগকে স্বীকৃতি দিয়ে বলেন, আমি তাকে আশীর্বাদ দিচ্ছি।
২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকট কেন্দ্র করে তরুণ ও যুবাদের বিক্ষোভ শুরু হয়। কিন্তু ধীরে ধীরে তা বেকারত্ব, দুর্নীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
শনিবার ও রবিবার টানা দ্বিতীয় দিনের মতো হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর কেন্দ্রীয় মে ১৩ স্কয়ারে জড়ো হয়। দীর্ঘদিন পর তারা এই ‘গণতন্ত্রের চত্বর’-এ প্রবেশ করতে সক্ষম হয়। অতীতের সব অভ্যুত্থানের প্রতীক হিসেবে পরিচিত এই স্কয়ার। এক বিক্ষোভকারী বলেন, আমরা অবশেষে মে থার্টিন স্কয়ার দখল করেছি, এটা জনগণের বিজয়।
এদিকে, বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানো সেনাদের সঙ্গে অন্য নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিএপিএসএটি জানিয়েছে, শনিবার তাদের এক সদস্য গুলিতে নিহত হয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত থাকায় এয়ার ফ্রান্স আন্টানানারিভো গামী সব ফ্লাইট মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেছে। আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ উভয়েই উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে।
রাজোয়েলিনা ২০০৯ সালের অভ্যুত্থানের মাধ্যমে প্রথম ক্ষমতায় আসেন এবং ২০১৮ সালের নির্বাচনে পুনরায় জয়ী হন। কিন্তু এখন তার সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। দেশটির ৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। কেবল এক-তৃতীয়াংশ নাগরিক বিদ্যুতের সুবিধা পাচ্ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল