এক সপ্তাহ ধরে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ ইস্যু নিয়ে। রাজনৈতিক নেতারা পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা করছেন। প্রতিদিনই কোনো না কোনো উপদেষ্টা এই ইস্যুতে বক্তব্য দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ১০ জন উপদেষ্টা এই ইস্যুতে বক্তব্য দিয়েছেন। গতকালও এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এক সাক্ষাৎকার থেকে সেফ এক্সিট ইস্যু নিয়ে আলোচনা তৈরি হয়। তিনি উপদেষ্টা পরিষদকে উদ্দেশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ রেখেছেন এবং তারা নিজেদের সেফ এক্সিটের কথাও ভাবছেন।’ তিনি বলেন, ‘অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছেন। যখন সময় আসবে, তখন আমরা এদের নামও উন্মুক্ত করব।’ নাহিদ ইসলামের এমন বিস্ফোরক মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো।’
নাহিদ-সারজিসের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়ে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার ও সংস্কার- জুলাই গণ অভ্যুত্থানের এই দুই আকাক্সক্ষা পালনের দায়িত্ব নিয়ে তা পূরণ না করে কোনো কোনো উপদেষ্টা তাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে চান। নাহিদ কিংবা সারজিস সেই বিষয়টিই বলেছেন।’
এই ইস্যুতে আরও বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ তালিকায় সবশেষ যুক্ত হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব? বিদেশে কার কাছে যাব? গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ ছাড়া গতকাল বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রম উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। সেফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকব। এই উপদেষ্টা আরও বলেন, বছরের পর বছর আমাদের সমাজে যে বৈষম্য ও অধিকার বঞ্চনার চিত্র ছিল, সেখান থেকে জাতির একটি সেফ এক্সিট নিশ্চিত করতে আমরা সবাই মিলে কাজ করছি। জাতি যেন ন্যায়, সমতা ও মানবিকতার পথে এগিয়ে যেতে পারে- এটাই আমাদের লক্ষ্য।