বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, কিছু গোষ্ঠী পিআর পদ্ধতির দাবি তুলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে বিএনপির দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি ছিল তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় আয়োজিত।
এম এ মালেক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন না হয়, সেই জন্য ষড়যন্ত্র চলছে। একটি বিদেশী গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিদেশি হস্তক্ষেপে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সেটা হবে জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারীদের প্রতি বিশ্বাসঘাতকতা।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজ রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ