সিলেটের তেলিবাজারস্থ নিজ বাড়িতে ফ্রি চক্ষুসেবা ক্যাম্প করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক।
রবিবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার তার বাড়িতে দিনব্যাপী ফ্রি চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করা হবে। এতে সিলেট ও ঢাকার চক্ষু বিশেষজ্ঞরা এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দিবেন।
এমএ মালিক বলেন, রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়। মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত রাজনীতি। এই বিশ্বাস থেকে প্রবাসে থেকেও সবসময় দেশের মানুষের পাশে ছিলাম। মালিক জানান, ফ্রি চক্ষুসেবা ক্যাম্প ছাড়াও তিনি এলাকায় বিনামূল্যে ৩০টি ডিপ-টিউবওয়েল স্থাপন করে দিচ্ছেন। এছাড়া তিনি অসহায়দের মধ্যে কাপড় ও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন