সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সি ৯১ হাজার ৮০৮ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় স্থায়ী-অস্থায়ী ১৯৩টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এটা টানা ১৮ দিন চলমান থাকবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
রবিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়। পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আবদুল বারি। বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ উদ্দিন দয়াল তালুকদার, উপজেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. তপজিত ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বদরুন্নাহার, উপজেলা হাসপাতালের প্রধান সহকারী আলী আহমদ, স্বাস্থ্য পরিদর্শক সবিনয় দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক অজিত রঞ্জন দেব প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল