জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সংবিধিতে সংশোধনী আনার মাধ্যমে ৯টি নতুন পদ সংযুক্ত করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত আবেদনপত্র জমা দিয়েছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে আবেদনপত্র প্রদান করে।
লিখিত আবেদনে চারটি মূল দিক তুলে ধরা হয়েছে। প্রথমত, অনার্স সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এমফিল/পিএইচডি-এ ভর্তি সংক্রান্ত নিয়মের সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। দ্বিতীয়ত, অর্থ সম্পাদক পদ বাদ দেওয়ার প্রস্তাব, কারণ কোষাধ্যক্ষ থাকায় এটি পুনরাবৃত্তিমূলক ও সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করে।
তৃতীয়ত, জকসুতে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে উৎসাহিত করতে ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ পদ সংযোজনের প্রস্তাব করা হয়েছে। চতুর্থত, নতুন ৯টি সম্পাদকীয় পদ সংযুক্তির প্রস্তাব দেয়া হয়েছে, যা হলো— স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা জকসু সংক্রান্ত নতুন প্রস্তাবনা দিয়েছি। আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দিয়েছিলাম। আশা করি আমাদের প্রস্তাবগুলো গ্রহণযোগ্য হবে।”
বিডি প্রতিদিন/হিমেল