অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক আরিফ মজুমদারের নতুন গল্পগ্রন্থ 'চতুর্দিকে খুনি'। গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে সূর্যোদয় প্রকাশন থেকে। বইমেলার ১৫০ নম্বর স্টল এবং রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
দশটি গল্প নিয়ে ‘চতুর্দিকে খুনি’। গল্পগুলোর চরিত্রদের জীবনকে যেন তাড়িয়ে বেড়াচ্ছে অদৃশ্য খুনিরা! জগৎ সংসারে একেকজন খুন হচ্ছে যেন একেক ভাবে! কেউ খুন প্রেমে বা ক্ষেভে বা নিঃসঙ্গতায় ভুগে, কেউবা খুন ঘাতকের হাতে। কোনো একটি গল্পও যদি পাঠকদের সামান্য তৃপ্ত করে, তবেই বেড়ে যাবে লেখকের ভালোলাগার অনুভূতিটুকু। আরিফ মজুমদারের লেখা পাঠকপ্রিয় উপন্যাস- 'দুই জীবনের দহন' ও 'অনাকাঙ্ক্ষিনী'। বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্যপাতায় প্রকাশিত হয়েছে তার লেখা গল্পগুলো।