পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ স্কাউটস মাল্টিপারপাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের হলরুম পায়রায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্কাউটস এর ৩৪ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহিদা বেগম পটুয়াখালী জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ আবদুল কাইউম, জেলা প্রতিনিধি মো.মাইনুল ইসলাম (উডব্যাজার), মো. রিফাতুজ্জামান (উডব্যাজার), উপজেলা স্কাউটস কমিশনার ইকবাল বাসার খান (এএলটি), উপজেলা সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফকরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিগত বছর এবং চলতি বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ, কাব-স্কাউট এবং স্কাউটস এর কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় মতামত এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে উপজেলার স্থায়ী দুইজন স্কাউটস সদস্যকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ