বাগেরহাট সরকারি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে।
আজ সোমবার (১৯ মে) সকালে সদর উপজেলাপর বৈটপুর-চিতলীতে মেরিন ইনিষ্টিটিউটের প্রধান ফটকসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি সরকারি ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে পাশ করা মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধাীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনুর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট হিসেবে সিডিসি প্রদান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে তাদের নিয়োগ ও দেশের ৬টি সরকারি ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষকদের সব শুন্য পদ দীর্ঘ দিন ধরে সরকার পূরণ না করায় তারা বাধ্য হয়ে সারাদেশে সরকারি সব মেরিন ইনিষ্টিটিউট অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে। সরকার তাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলবে বলেও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভ শেষে প্রধান ফটকসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করে।
বিডি প্রতিদিন/জামশেদ