কুষ্টিয়ার কুুমারখালীতে নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ওই ছাত্রীর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন।
এ ঘটনায় অভিযোগ ওঠা শিক্ষকের নাম শেখ রেজাউল করিম মিলন। তিনি উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে, গত রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চৌরঙ্গী বাজার এলাকায় কুমারখালী-পাল্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (১৯ মে) বিকেল সোয়া ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, স্কুল ছাত্রীকে উপবৃত্তি প্রদান ও মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ডেকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় গত ১৫ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর মা। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার সকালে সরেজমিন তদন্ত করেন তারা।
মুঠোফোন বন্ধ থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের বক্তব্য পাওয়া যায়নি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। তবে বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ওই ছাত্রীকে পাওয়া যায়নি। তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। থানার মামলার বিষয় জানা নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএ