প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সানুগ্রহ নির্দেশনায় কলম বিরতি সাময়িক স্থগিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতি কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
সংগঠনটির দাবিগুলো হলো- জারি অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারি আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসনের সংস্কার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, আপনারা দেখেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের (কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত পরিষদ) এই আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সৃষ্টি, এহেন গুজব ছড়ানোর অপচেষ্টাও আমরা দেখছি। এই আন্দোলনকে নস্যাৎ করার এমন বানোয়াট ও অসত্য প্রচারণা আপনারা বিগত কয়েকদিনে প্রত্যক্ষ করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই আন্দোলন সবার, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত। এ ধরনের মিথ্যা ট্যাগিং দিয়ে বা গুজব ছড়িয়ে এই যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করা যাবে না বরং এই ধরনের মিথ্যাচার আন্দোলনকে আরও বেগবান করবে। যারা অসত্য ও বিকৃত তথ্য দিয়ে সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্ত করছে, সময়ই বলে দিবে তাদের এই অপপ্রচার কীভাবে ক্ষতিগ্রস্ত করছে এই সমাজ ও রাষ্ট্রকে।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে গত পাঁচ দিন ধরে ওই কলম বিরতি চলছিল। আজ সোমবার পঞ্চম দিনের মতো এনবিআরে কলম বিরতি চলে।
বিডি প্রতিদিন/জুনাইদ