রাজবাড়ীর কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির সাংগঠনিক আলোচনা ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে কালুখালী রেলস্টেশন এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
কমিটি পরিচিতি শেষে সাংগঠনিক আলোচনা ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির উপদেষ্টা সিকদার মমতাজ আহমেদ, সেলিম আহমেদ, হাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, মাদক সেবনের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটি শিক্ষার ধারা ব্যাহত করে, পরিবার ও সামাজিক সম্পর্ক নষ্ট করে এবং যুব সমাজকে অন্ধকারের পথে পরিচালিত করে। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য প্রথমে যুব সমাজকে সচেতন করা, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা নিতে উৎসাহিত করা এবং সক্রিয়ভাবে সামাজিক প্রচারণা চালানো জরুরি।
নবগঠিত কমিটির সদস্যরা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এসময় শুভসংঘের বন্ধুরা মাদকবিরোধী শপথ পাঠ করেন।
নতুন কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. বশির আহম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে মো. রকিব উদ্দীন খান মামুন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে আছেন সিরাজুম মুনিরা টুম্পা, রোমানা খানম, সিদ্দিকুর রহমান, আব্দুল হালিম কবির, মো. ইমদাদুল হক দুদু ও মো. শহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ওহিদুল শেখ, মো. হিরা খাতুন, বোরহান উদ্দিন, মো. নুর মুজাহিদ বিশ্বাস, মো. আশরাফুল হক ও মো. বাবলু বিশ্বাস।
নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, ইভেন্ট সম্পাদক, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক, আপ্যায়ন সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক এবং কার্যকরী সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন।
বিডি-প্রতিদিন/মাইনুল