বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উদ্যোগে এক সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শনিবার (৮ নভেম্বর) সাভারের পাকিজা চত্বরের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টুর পরিচালনায় মনববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. ফয়সাল আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক রাজিয়া জেসমিন ববী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হায়দার রেজা আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী সরকার, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক কাসমেরী আক্তার আঁখি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মৎ কোহিনুর আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাবিলা তাবাসুম এবং শুভানুধ্যায়ীরা।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বায়ু দূষণ শুধুমাত্র পরিবেশের জন্যই নয়, আমাদের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। যানবাহনের ধোঁয়া, কারখানার কালো ধোঁয়া, ইটভাটা, বন নিধন এবং পলিথিন পোড়ানো— এ সবই বায়ু দূষণের মূল কারণ। প্রতিদিন আমরা বিষাক্ত বায়ু শ্বাস নিচ্ছি, যা অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার, শ্বাসকষ্টসহ নানা রোগের জন্ম দিচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত— পরিষ্কার বাতাস ও সুস্থ জীবন। পরিবেশ রক্ষা মানে নিজের জীবন রক্ষা।”
সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু বলেন, “আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন। প্রতিটি মানুষ তার সক্ষমতা অনুযায়ী ছোট-বড় পদক্ষেপ নিতে পারে। যেমন: বেশি করে গাছ লাগানো, অপ্রয়োজনীয় যানবাহন ব্যবহার কমানো, ধোঁয়াবিহীন জ্বালানি ব্যবহার করা, এবং কারখানায় দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা। সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে বায়ু দূষণ অনেকাংশে কমানো সম্ভব।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বায়ুদূষণ রোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। তাদের স্লোগান ছিল— “নির্মল বায়ু, আমাদের অধিকার”, “ধোঁয়া নয়, চাই মুক্ত বাতাসে শ্বাস”, “পরিষ্কার বাতাস, সুস্থ জীবন”, “আজ গাছ লাগাও, কাল নির্মল বাতাস পাও”, “মানুষের কল্যাণে কাজ করুন, প্রকৃতি রক্ষা করুন” ইত্যাদি।
আলোচনায় বক্তারা শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের মারাত্মক প্রভাব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। স্থানীয় জনগণও মানববন্ধনে যোগ দিয়ে পরিবেশবান্ধব জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়রা মনে করেন, বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ জনগণকে পরিবেশ সচেতন করতে এবং স্থানীয় পর্যায়ে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/তানিয়া